Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Which services will you get

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবা সমূহঃ

০১.     কম্পিউটার কম্পোজ, ফটোকপি, স্ক্যানিং, লেমিনেটিং, ই-মেইল, ছবি তোলা, মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া, নাগরিকত্ব সনদ পত্র।

০২.     জন্ম / মৃত্যু বিনন্ধনের জন্য আবেদন পত্র পাওয়া যায়। 

০৩.    স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রশ্নপত্র কম্পোজ করা হয়।

০৪.     পাসপোর্ট ফরম পূরন/ বিক্রয় করা ও অনলাইনে ডিজিটাল (M.R.P) পাসপোর্টের আবেদন করা হয় ও (ব্যাংক ড্যাব সহ)।

০৫.    সরকারী-বে-সরকারী প্রতিষ্ঠানে চাকুরীর নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানা যায়।

০৬.    অনলাইনে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আবেদন ফরম পূরণ করা হয়।

০৭.     যে কোন দেশে ই-মেইল পাঠানো, ই-মেইল একাউন্ট খোলা, ফেসবুক একাউন্ট খোলা হয়।

০৮.  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেটের মাধ্যমে ভর্তি ফরম পূরণ ও শিক্ষক নিবন্ধনের জন্য আবেদন করা যায়। 

০৯.     বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার ও নিবন্ধন পরীক্ষার ফলাফল জানা যায়। 

১০.     সরকারী/বে-সরকারী বিভিন্ন ধরনের ফরম পাওয়া যায়। 

১১.     ভারতীয় ভীসা ফরম পূরণের মাধ্যমে আবেদন করা যায়। 

১২.     ভিসার মেয়াদ জানা যায়/ ভিসা চেক করা হয়।   

১৩.    ইন্টারনেট ব্রাউজিং করা যায়। 

১৪.     কম্পিউটার/ লেপটপ  সার্ভিসিং করা হয়।

১৫.     কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া শেষে কারীগরি শিক্ষা বোর্ড থেকে সনদ পত্র প্রদান করা হয়।

১৬.     বিশ্বের সকল দেশের সাথে ইন্টারনেটের মাধ্যমে ছবি দেখা সহ সুলভ মূল্যে কথা বলা যায়। 

১৭.     স্কুল/মাদ্রাসার, (৮ম/ ১০ম শ্রেনীর) e-SIF  ফরম পূরনের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করা যায়। 

১৮.     এইচ.এস.সি  শিক্ষার্থীদের অনলাইনে e-FF  ফরম পূরণ করা যায়। 

১৯.     ভোটার তালিকা ও দলিল লেখার ফরমেট পাওয়া যায়।

২০.     মোবাইল রিং টোন ও গান লোড, করা হয়।

২১.     মোবাইল ব্যাংকিং।

২২.     অন্যান্য জনকল্যান শিক্ষা ও সচেতন মূলক সেবা।

২৩.   মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী মুক্তা পানির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে “ডিজিটাল সেন্টরি থেকে মুক্তা পানি সরবরাহ করা”