Title
মাহিলাড়া একুশে বইমেলায় একুশের চেতনা নির্ভর লেখা, কবিতা পাঠানোর জন্য
Details
আসছে একুশে ফেব্রুয়ারি ২০১৬ উপলক্ষ্যে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ও ডিগ্রি কলেজের উদ্যোগে ৫ দিনব্যাপী বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত বইমেলায় প্রতিবছরের ন্যায় এবারও হৃদয়ে একুশ নামক স্মরনিকার প্রকাশ করা হবে। স্মরনিকায় একুশের চেতনা নির্ভর লেখা, কবিতা নিন্মলিখিত ইমেল নাম্বারে পাঠানোর জন্য অনুরোধ করা হল।
Email- hasanmahi89@gmail.com