উপজেলার মাহিলাড়ায় রিপার যন্ত্রের মাধ্যমে ধান কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ইউনিয়নের বেজহার ব্লকের আমন ক্ষেতের ধান কর্তনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাহিলাড়া ইউপি’র কৃষি বান্ধব খ্যাত চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ও উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম। শেষে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে খামার যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়) রিপার যন্ত্রের মাধ্যমে ধান কর্তন ও ইউনিয়নের বিভিন্ন এলাকার আদর্শ কৃষকদের নিয়ে মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, বিশেষ অতিথি কৃষিবিদ রোকনুজ্জামান। বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, ইউপি সদস্য হাবিবুর রহমান, বাবুল রায়, মোঃ শাহাদাৎ হাওলাদার, সাবেক ইউপি সদস্য আবু সাইদ চোকদারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS