Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মাহিলাড়ায় নিন্মমানের সামগ্রী দিয়ে বিদ্যালয় ভবন নির্মানের চেষ্টা॥ মালামাল জব্দ
Details


উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মানের কাজ স্ক্রাব রড ও খারাপমানের বালু দিয়ে নির্মানের চেষ্টাকালে মালামাল জব্দ করা হয়েছে। সূত্রমতে গত ৩০ সেপ্টেম্বর আবু সাঈদ নামের একজন পোষ্টদাতা মাহিলাড়া ইউনিয়ন সমস্যা ও সম্ভাবনা নামের ফেসবুক গ্রুপে ওই বিদ্যালয়টির নির্মান কাজ নিম্নমানের রড দিয়ে নির্মান চলছে বলে পোষ্ট প্রদান করেন। বিষয়টি তাৎক্ষনিক ভাবে মের্সাস তামিম এন্টারপ্রাইজের সংশ্লিষ্ট ঠিকাদার মোঃ আফজাল হোসেনকে জানানো হলে তিনি ভালমানের সামগ্রী দিয়ে কাজ করবে বলে সংশ্লিষ্ট প্রকৌশলী ও মাহিলাড়া ইউপি চেয়ারম্যানকে আশ্বস্ত করেন। ১০ অক্টোবর সোমবার সকালে ঠিকাদারের লোকজন কাউকে না জানিয়ে সেই নিন্মমানের সামগ্রী দিয়ে ভবনের সিরি নির্মানের কাজ শুরু করলে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ মঈনুল আজম শামীমকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পান। এসময় ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু রডগুলো জব্দ করে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যান। উপ-সহকারী প্রকৌশলী মোঃ মঈনুল আজম শামীম জানান ঠিকাদারকে বারবার রড, বালু পরিবর্তন করে সিডিউল অনুযায়ী কাজের জন্য বলা হলেও তিনি নিম্নমানের রড, বালু দিয়ে কাজের চেষ্টা চালাচ্ছেন। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খারাপমানের রডগুলো ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

Images
Attachments