Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মাহিলাড়ায় স্বেচ্ছাশ্রমে খালের কচুরীপনা পরিস্কার
Details

পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ার অংশ হিসেবে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পুনঃখননকৃত খালগুলো পরিস্কার পরিচ্ছন্ন ও দেশীয় প্রজাতীর মাছগুলো যাতে অবাধে ডিম ছেড়ে বংশ বিস্তার করতে পারে সে লক্ষ্যে খালের কচুরীপনাগুলো স্বেচ্ছাশ্রমে পরিস্কার করার কাজ শুরু করেছেন জেলার দু’বারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় শরিফাবাদ-হাপানিয়া ৩ কিঃ মিঃ পুনঃখননকৃত খালের কচুরীপনা স্বেচ্ছাশ্রমে পরিস্কার করার জন্য এলাকার উৎসাহী জনগনকে নিয়ে নিজেই খালে নেমে যান চেয়ারম্যান পিকলু। এ প্রসংগে চেয়ারম্যান পিকলু জানান, গতবছর বিএডিসি’র অর্থায়নে খালটি পুনঃখননের ফলে খালের গভীরতা বৃদ্ধি পায়। যার সুবিধা ভোগ করেন এই অঞ্চলের কৃষকরা। এই বছর খালটিতে কচুরীপণায় ভরে গেলে খালের গভীরতা কমে যাওয়ার উপক্রম হয়। ফলশ্রুতিতে শরিফাবাদ-হাপানিয়া এলাকার একদল উৎসাহী জনগণ নিয়ে স্বেচ্ছাশ্রমে কচুরীপনা পরিস্কার করার কাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটা খাল, হাট, বাজার এবং প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিস্কার পরিচ্ছন্ন রাখা হবে। এসময় শরিফাবাদ ওয়ার্ড আ’লীগ নেতা মোঃ জাহান আলী হাওলাদার, আদম আলী হাওলাদার, মোঃ সোহেল হাওলাদার সান্নু গ্রাম পুলিশ চাঁন মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

Images
Attachments