জেলার গৌরনদী উপজেলার ডিজিটাল মাহিলাড়া ইউনিয়নের ২০১৫-১৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট শুক্রবার বেলা এগারোটা ঘোষণা করা হয়েছে।
স্থানীয় এ.এন. মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলার দু’বারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে সচিব মো. মাহতাব হোসেন বাজেট ঘোষণা করেন। ২০১৫-১৬ অর্থবছরের জন্য ২ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৮২৬ টাকার বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহ, বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা আব্দুল ওয়াহেদ, অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদ, মাওলানা আব্দুর জব্বার, বীর মুক্তিযোদ্ধা হারুন-অর রশিদ, লোকমান হোসেন, বিশিষ্ট সাংবাদিক মো. মোশারফ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন প্রমুখ। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়নের স্বনামধন্য ব্যক্তিবর্গ, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। শেষে ইউনিয়নের সেরাকরদাতা ও আদায়কারী, শ্রেষ্ট কৃষক, শ্রেষ্ট চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS