Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
খাল খননের সুফল বইছে মাহিলাড়ায়
Details

দখল, দূষনে ভরে যাওয়া গৌরনদী উপজেলার মাহিলাড়া-জয়শুরকাঠী খাল খনন করে গভীরতা বৃদ্ধির ফলে খাল খননের সুফল ভোগ করছে মাহিলাড়া হাটে আসা দুর দুরান্তের ব্যবসায়ী ও ক্রেতারা। সরেজমিন বুধবার মাহিলাড়া হাটে আসা পিরোজপুর জেলার নাজিরপুরের বিল ডুমুরিয়া গ্রামের আখ ও পেয়ারা ব্যবসায়ী নান্টু লাল হালদার, স্বরুপকাঠির গাছের চাড়া ব্যবসায়ী মিলন ফরাজীসহ আরও কয়েকজন পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের সাথে আলাপকালে জানাগেছে খাল খননের আগে মালামাল নিয়ে ট্রলার হাটের অনেক দূরে রেখে মালামাল ভ্যানে করে হাটের মধ্যে নেয়ার কারনে যাতায়ত খরচ অনেক বেশি হতো ফলে পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের চড়া দামে মালামাল বিক্রি করতে হতো। যার প্রভাব পরতো সাধারন ক্রেতাদের উপর। খালটি খনন করে গভীর করার কারনে সরাসরি ট্রলার হাটের মধ্যে নিয়ে মালামাল ওঠা নামা করতে পারায় এখন যাতায়ত খরচ কমে গেছে তাই মালামালও অনেকটা কম দামে বিক্রি করতে পারছেন বলে জানান তারা। এ প্রসঙ্গে মাহিলাড়া ইউনিয়নের কৃষি বান্ধব খ্যাত চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, জনসাধারনের স্বার্থে ইউনিয়নের প্রতিটা খালকে পর্যায়ক্রমে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের মাধ্যমে খনন করা হবে।

Images
Attachments