গৌরনদী-আগৈলঝাড়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, এমপি। ইতোমধ্যে তিনি দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহন করেছেন। তারই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০ টায় গৌরনদীর মাহিলাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সেরাল থেকে মাহিলাড়া নতুন ইউপি ভবন পর্যন্ত ৩ কিঃ মিঃ সড়ক কার্পেটিং, আশোকাঠী-ধামুরা খালের উপর জংগলপট্টি দাখিল মাদ্রাসার সামনে একটি ব্রীজ নির্মাণ, বিল্বগ্রাম বাজার উন্নয়ন, বিল্বগ্রাম জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসাসহ মাহিলাড়া ইউনিয়নের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আমিন খান, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, মাহিলাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, আ’লীগ নেতা আবুল কালাম সিকদার, ইউপি সদস্য মোঃ শাহাদাত হাওলাদার, মিন্টু সিকদার, বাবুল রায়, নুর আলম সরদার, মিজানুর রহমান, যুবলীগ নেতা হেলাল সিকদার প্রমূখ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS