গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের প্রতিটা গ্রামে উন্নয়ন পরিকল্পনা গ্রহন ও দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচী (ভিজিডি) উন্মুক্ত বাছাই সভা অনুষ্ঠানের ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে মাহিলাড়া গ্রাম উন্নয়ন পরিকল্পনা গ্রহন ও দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচী (ভিজিডি) উন্মুক্ত বাছাই অনুষ্ঠিত হয়েছে। মাহিলাড়া গ্রামের হাতিবাড়ি মন্দির মাঠে সংরক্ষিত মহিলা সদস্যা মোসাঃ রহিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বিশেষ অতিথি মাহিলাড়া বাজারের সাবেক সভাপতি শহিদুল ইসলাম সরদার, আ’লীগ নেতা হারুন সরদার। বক্তব্য রাখেন ইউপি সদস্য বাবুল রায়, মোঃ শাহাদাৎ হোসেন হাওলাদার, চাঁনমনি দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা সুধীর কুমার প্রমূখ। সভায় ওই গ্রামের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের পরিকল্পনা গ্রহন ও দুস্থ মহিলাদের দুই বছরের জন্য ভিজিডি কার্ড প্রদানের জন্য প্রাথমিক বাছাই সম্পন্ন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS