Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মাহিলাড়ায় প্রতিবন্ধী বান্ধব উম্মুক্ত ইউপি বাজেট ঘোষনা
Details

মো. হাসান:
স্থানীয় সরকারকে শক্তিশালী করতে এবং ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে বরিশালের গৌরনদী উপজেলার ৪নং মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থবছরের জন্য ২ কোটি ৫৮ লক্ষ ৩ হাজার ৬শত ১৮ টাকার সম্ভাব্য উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার বেলা এগারটায় মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র সভাপতিত্বে উপজেলার মাহিলাড়া কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিচুর রহমান, মাহিলাড়া কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদ, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা আ’লীগ নেতা মোঃ মামুন মোল্লা, মাহিলাড়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আবুল কালাম মৃধা, মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী, সাবেক প্রধান শিক্ষক হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আঃ রব হাওলাদার, মোঃ আলাউদ্দিন সরদার, সাবেক ইউপি সদস্য মোঃ হুমায়ুন আকন প্রমূখ। ইউপি সচিব মাহতাব হোসেন কর্তৃক উত্থাপিত ২ কোটি ৫৮ লক্ষ ৩ হাজার ৬শত ১৮ টাকার সম্ভাব্য বাজেটে ১ কোটি ৯৯ লক্ষ ১৭ হাজার ৭শত তেপ্পান্ন টাকার খরচ দেখিয়ে ৬ লক্ষ ৭২ হাজার ৩শত ছিয়াশি টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। শেষে ইউনিয়নের একজন অসহায় প্রতিবন্ধীকে চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে হুইল চেয়ার বিতরণ করা হয়।

Images
Attachments