জনগুরুত্বপূর্ন বিবেচনায় জনগনের মতামতের ভিত্তিতে উপজেলার মাহিলাড়ায় শুরু হয়েছে ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচী (ভিজিডি) কার্ডধারীদের বাছাই সভা। গত ১৩ অক্টোবর পশ্চিম বেজহার ও ভীমেরপাড় গ্রাম থেকে শুরু হওয়া সভার ধারাবাহিকতায় রবিবার বিকাল ৫টায় ইউনিয়নের হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উন্মুক্ত জনসভার মাধ্যমে ওই এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও ভিজিডি বাছাই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, জনগনের সম্পদ জনগনই ভাগ বাটোয়ারা করবে আমরা (জনপ্রতিনিধিরা) জনগনের সম্পদের রক্ষক। তিনি আরও বলেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গত ৫ বছর যাবত ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে উন্মুক্ত জনসভার মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে আসছে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ। একটি ইউনিয়ন তথা একটি ওয়ার্ডকে আলোকিত করতে তৃনমূল জনগনের মতামতের কোন বিকল্প নেই। সভায় ২০১৭-২০১৮ (দুই বছর) মেয়াদী দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচি কার্ডধারীদের নাম উপস্থিত জনগনের মতামতের ভিত্তিতে তালিকাভূক্ত করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আবুল কালাম মৃধা, যুবলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ, ইউপি সদস্য বাবুল রায়, হাবিবুর রহমান, জাফর মৃধা, মিজানুর রহমান, নুর আলম সরদার, সংরক্ষিত মহিলা সদস্যা রহিমা বেগম, সাবেক অধ্যক্ষ মাওলানা সাহেব আলী, ইউপি সচিব মাহতাব হোসেন প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন সংরক্ষিত মহিলা সদস্য হাসনে হেনা বেগম।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS