মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়
প্রথম নামঃ গধযরষধৎধ অ.ঘ.ঐ.ঊ ঝপভড়ড়ষ
( মাহিলাড়া অনন্ত নারায়ন উচ্চ ইংরেজি বিদ্যালয়)
পরবর্তীতে নামকরন করা হয় ঃ গধযরষধৎধ অ.ঘ ঐরময ঝপযড়ড়ষ
( মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়)
প্রতিষ্ঠা সনঃ ১৯১৯, তাং-০২/০১/১৯১৯ খ্রীঃ।
গ্রামঃ মাহিলাড়া, পোঃ মাহিলাড়া, উপজেলাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল।
প্রতিষ্ঠাতাঃ স্বর্গীয় অনন্ত নারায়ন সেন মজুমদার, তিনি মাহিলাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
জেলা ঃ তৎকালীন এলাহাবাদ হাই কোর্টের চীফ জাসটিস ছিলেন।
পরিচিতি ঃ দেশবন্ধু সি.আর. দাস এর ভগ্নি পতি ছিলেন।
বিদ্যালয়টি কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ী স্বীকৃতি প্রাপ্ত। ১৯৩৫ খ্রীস্টাব্দে স্বায়ী স্বীকৃতি লাভ করে এবং স্থায়ী স্বীকৃতি বহাল আছে।
বিদ্যালয়ের ধরন ঃ মাধ্যমিক স্তর পর্যন্ত ৬ষ্ট থেকে ১০ম পর্যন্ত।
শিক্ষার মাধ্যম ঃ বৃটিশ আমল পর্যন্ত ইংরেজি মাধ্যম ছিল, বর্তমানে বাংলা মাধ্যম।
বালক বালিকা ঃ একই সাথে পাঠদান ব্যবস্থা ( ঈড় বফঁপধঃরড়হ ংুংঃবস) ২০১৩ ইং সনে ছাত্র-ছাত্রীর সংখ্যা ১২৪৩ জন।
শিক্ষক সংখ্যা ঃ নিয়মিত-১৮ জন (প্যাটার্ন অনুযায়ী)
শিক্ষক -১৪ জন, শিক্ষিকা-৪জন
অনিয়মিতঃ বর্তমানে : ৫ জন।
শ্রেনী শাখা : শ্রেনী -৫ ( ৬ষ্ঠ-১০ম)
শাখা ঃ অনুমোদিত ৬ টি
৬ষ্ঠ- খ,গ
৭ম- খ,
৮ম- খ,
৯ম- খ,
১০ম- খ।
চলমান গ্র“প ঃ বিজ্ঞান গ্র“প ও সামাজিক বিজ্ঞান গ্র“প (বানিজ্য গ্র“প যাহা সামাজিক বিজ্ঞান গ্র“পের আওতাভুক্ত বিধি অনুযায়ী)।
কক্ষ সংখ্যা ঃ মোট- ২০ টি।
কম্পিউটার ল্যাব- ১ টি
বিজ্ঞান কক্ষ - ১টি
ভবন সংখ্যা ঃ দ্বিতল- ৩ টি
একতল- ২ টি
সব ভবন কক্ষ পাকা।
মোট জমির পরিমান ঃ ৫ একর – ৪৬ শতাংশ।
খেলার মাঠ : ৩২০'/২৮০'
অন্যান্য সুযোগ সুবিধা : বিদ্যুৎ, পানি সরবরাহ, স্বাস্থ্য সম্মত টয়লেট, আছে।
বর্তমান সমস্য ঃ ছাত্র- ছাত্রির সংখ্যার তুলনায় ভবন সংকট প্রকট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস