কলেজের নামঃ মাহিলাড়া ডিগ্রী কলেজ
কলেজ প্রতিষ্ঠার সন ঃ ১৫.০৯.১৯৮৬ ইং
কলেজের এম.পি.ও কোড ঃ ৫১০২০৫৩২০২
কলেজের এমপিও ভুক্তির সন ঃ ০১.০৭.১৯৯২ ইং
কলেজে স্নাতক শ্রেনির অধিভুক্তি ঃ ০১.০৭.২০০০ ইং
ছাত্র সংখ্যা ঃ এইস.এস.সি ঃ ১০১২ জন
স্নাতক ঃ ৫০৩ জন
কলেজের মোট জমি ঃ ৪.২৫ একর
কলেজের দলাদল ঃ
এইস.এস.সি ঃ ২০১১ ও ২০১৩ সালের বরিশাল শিক্ষাবর্ষের মধ্যে ৫ম স্থান ও ২০১২ সালে ১৬ তম স্থান লাভ করে।
স্নাতক ঃ ২০০৯, ২০১০ ও ২০১১ সালে যথারীতি ৯০% এর উপরে ফলাফল করে।
কলেজের সংক্ষিপ্ত ইতিহাস ঃ ১৯৮৬ সালে মাহিলাড়া এলাকার জনগন তাদের সন্তানদের সু- শিক্ষায় শিক্ষত করার জন্য মাহিলাড়া এলাকার নাম অনুসারে মাহিলাড়া মহাবিদ্যালয় নামে কলেজটি প্রতিষ্ঠিত হয়। তখন কলেজ ঘর টি টিন দিয়ে তৈরী ছিল। ১৯৯৯ সালে তৎকালীন জাতীয় সংসদের মাননীয় চীপ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ হাল নিজ হাতে নেন। এবং কলেজটি কে স্নাতক স্তরে উপনীত করা সহ একাধীক ভবন নির্মান করেন। এরপর থেকে কলেজে শিক্ষর্থীদের গুনগত ফলাফল অর্জন করতে থাকে তারই ধারাবাহিকতায় কলেজটি আজ বরিশাল শিক্ষা বোর্ডের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান। বরিশাল জেলার অন্তর্গত গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া বাজারের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম পার্শে কলেজের অবস্থান।
শিক্ষক সংখা ঃ
অধ্যক্ষ ঃ ০১ জন
উপাধ্যক্ষ ঃ ০১ জন
সহকারী অধ্যপক ঃ ১০ জন
প্রভাষক ঃ ২৭ জন
ক্রিড়া শিক্ষক ঃ ০১ জন
লাইব্রেরীয়ান ঃ ০২ জন
প্রদর্শক ঃ ০১ জন
কর্মচারী- তয় শ্রেনী ঃ ০৩ জন, ৪র্থ শ্রেনীঃ ০৮ জন
মহিলা শিক্ষক ঃ ১২ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস