মাহিলারা মঠটি বরিশাল জেলার গৌরনদী উপজেলাধীন মাহিলারা ইউনিয়ন এর মাহিলারা গ্রামে অবস্থিত মঠটি নবাব আলি বরদি খানের ১৭৪০-১৭৫৬ শাসনামলে সরকার রূপরাম দাস গুপ্ত নামক স্থানীয় প্রভাবশালী বাক্তি কত্রিক নির্মিত হয়েছিল বলে জানা যায়। ইহা সরকার মঠ নামেও পরিচিত। মঠটি নিঃসন্দেহে সিখর মন্দির শিল্পের এক অপূর্ব নিদর্শন এ সুউচ্চ মঠটি ইতালির লিসা টাওয়ারের সাথে মিল রয়েছে। ভূমি হতে প্রায় ২৭.৪৩ মিটার উচ্চে অবস্থিত মঠটির নিম্নাংশ বর্গাকারে নির্মিত। ভিতরে বর্গাকারে নির্মিত একটি কক্ষ রয়েছে। মঠটির পশ্চিম দেয়ালে রয়েছে একটি খিলান যুক্ত প্রবেশ পথ । প্রবেশ পথের উপর বেশ কিছু প্যানেলের অলঙ্করণ আছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস