এতদ্বারা অত্র ইউনিয়নের সম্মানিত নাগরিকদের কে জানানো যাইতেছে যে, মাহিলাড়া ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডে সমভাবে উন্নয়নের লক্ষে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে উন্নয়ন পরিকল্পনা এবং দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচী (ভিজিডি) উন্মুক্ত বাছাই সভা অনুষ্ঠিত হইবে। উল্লেখ্য যে, ইতোমধ্যে ইউনিয়নের ৩নং ওয়ার্ড পশ্চিম বেজহার ও ভীমেরপাড় গ্রামের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। নিন্মে অন্যান্য সভার তারিখ ও ভেন্যুর স্থান দেয়া হল।
০১। ১৬/১০/২০১৬ ইং, ওয়ার্ড নং- ৫, হাপানিয়া, রবিবার বিকাল ৪টা, স্থান- হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
০২। ১৭/১০/২০১৬ ইং, ওয়ার্ড নং- ৪, বাঘার, সোমবার বিকাল ৪টা, স্থান- বাঘার সরকারি প্রাথমিক বিদ্যালয়
০৩। ১৮/১০/২০১৬ ইং, ওয়ার্ড নং- ৬, শরিফাবাদ, মঙ্গলবার বিকাল ৪টা, স্থান- শরিফাবাদ কেবলার ভিটা) সরকারি প্রাথমিক বিদ্যালয়
০৪। ২০/১০/২০১৬ ইং, ওয়ার্ড নং- ৮, উত্তর বিল্বগ্রাম, বৃহস্পতিবার বিকাল ৪টা, স্থান- উঃ বিল্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
০৫। ২৩/১০/২০১৬ ইং, ওয়ার্ড নং- ৯, দঃ বিল্বগ্রাম, রবিবার বিকাল ৪টা, স্থান- দঃ বিল্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
০৬। ২৪/১০/২০১৬ ইং, ওয়ার্ড নং- ৭, জংগলপট্টি, সোমবার বিকাল ৪টা, স্থান- জংগলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়
০৭। ২৫/১০/২০১৬ ইং, ওয়ার্ড নং- ১, মাহিলাড়া, মঙ্গলবার বিকাল ৪টা, স্থান- মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
০৮। ২৭/১০/২০১৬ ইং, ওয়ার্ড নং- ২, পূর্ব বেজহার, বৃহস্পতিবার বিকাল ৪টা, স্থান- বেজহার সরকারি প্রাথমিক বিদ্যালয়
ধার্য তারিখ মোতাবেক স্ব স্ব ওয়ার্ডের ইউপি সদস্য, সদস্যা, উপকারভোগি ও সচেতন নাগরিকদের উপস্থিত থেকে উন্নয়ন পরিকল্পনা গ্রহনে এবং দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচী (ভিজিডি) উপকারভোগি বাছাইয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হল। অনুরোধক্রমে -সৈকত গুহ পিকলু, চেয়ারম্যান, মাহিলাড়া ইউনিয়ন পরিষদ, গৌরনদী, বরিশাল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস