মো: হাসান :
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওয়ার্ড পর্যায় উন্নয়ন প্রকল্প বিশ্লেষনের জন্য পর্যালোচনা ও গ্রাম উন্নয়ন পরিকল্পনা সভা বৃহস্পতিবার বিকাল ৫ টায় দ: বিল্বগ্রাম মৌলবী বাড়ী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলার দু’বারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।বক্তব্য রাখেন গোপালগঞ্জ শেখ ফজিলাতুন নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো: সামসুল আলম তালুকদার, ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা আলেয়া বেগম, মোদারেস হাওলাদার প্রমূখ। সভা পরিচালনা করেন ইউপি সচিব মোঃ মাহাতাব হোসেন। সভায় জনমত যাচাইয়ের আলোকে অগ্রাধিকার ভিত্তিতে ঐ ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস