শিরোনাম
গৌরনদীতে ডিজিটাল মেলার উদ্বোধন করলেন : জেলা প্রশাসক
বিস্তারিত
হাসান মাহামুদ ॥ গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২ দিন ব্যাপি ডিজিটাল মেলার উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী, উপজেলা কৃষি অফিসার রতন কুমার মন্ডল, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রকৌশলী দিপুল কুমার, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ কবির হোসেন, মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামাত, সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা খান মনিরুজ্জামান মনির, অগ্রনী ব্যাংকের ম্যানেজার মোঃ আজিজুল হক, মোঃ সিনিয়র অফিসার মোঃ রুবেল, আকতার হোসেন, পালরদী মডেল হাইস্কুল এন্ড কলেজের গর্ভর্নিং বডির সদস্য আবুল কালাম সিকদার, উপজেলা সহকারী কৃষি অফিসার মোঃ সিরাজুল ইসলাম, পৌরসভার কর কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন। মেলায় ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত ১০টি প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় উপজেলা তথ্য সেবাকেন্দ্র, মাহিলাড়া ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র, বাটাজোর, সরিকল, চাঁদশী, নলচিড়া, বার্থী, খাঞ্জাপুর ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র, জাতীয় মহিলা সংস্থার আপা, অগ্রনী ব্যাংক, উপজেলা কৃষি অফিস, পালরদী মডেল স্কুল এন্ড কলেজ, একটি বাড়ি একটি খামার প্রকল্প, সিসিডিবি, গৌরনদী পৌরসভাসহ ১০টি ডিজিটাল পদ্ধতি পরিচালিত প্রতিষ্ঠান অংশ নেন।