বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার ডিগ্রী কলেজ হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন মাহিলাড়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদ, ডিগ্রিরচর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সাহেব আলী ফরাজী, মাওলানা আঃ জব্বার শরিফাবাদী। এছাড়াও গৌরনদীর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম জহির, গিয়াস উদ্দিন মিয়া, বর্তমান সাধারন সম্পাদক খোকন আহম্মেদ হীরাসহ প্রেস ক্লাবের অন্যান্যে সাংবাদিক, ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, সভাপতি, সম্পাদক, শিক্ষক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে ইফতারের পূর্ব মুহুর্তে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস