গৌরনদী উপজেলার পূর্ব মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গৌরনদী উপজেলা আ’লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা অফিসার নাদিরা আফরিন, বিদ্যালয় প্রধান শিক্ষক মোসাঃ রুনু বেগম, এলজিইডি’র সহকারী প্রকৌশলী মোঃ আলাউদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জালাল উদ্দিন সরদার, ইউপি সদস্য বাবুল রায় প্রমূখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস