শিরোনাম
মাহিলাড়া ইউনিয়ন পরিষদের বার্ষিক উম্মুক্ত বাজেট ঘোষনা সম্পন্ন।
বিস্তারিত
বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের মধ্যে একমাত্র ডিজিটাল ইউনিয়নখ্যাত গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার সকালে মাহিলাড়া ডিগ্রি কলেজ মিলনায়তনে “উন্মুক্ত বাজেট ঘোষণা ও জনগনের মুখোমুখী জনপ্রতিনিধি’ অনুষ্ঠানের সভাপতি মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বাজেট ঘোষণা করেন। ২ কোটি ৪৪ লাখ ১ হাজার ৩৫২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী, ওসি আবুল কালাম, শেখ ফজিলাতুন নেছা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সামসুল আলম তালুকদার, মাহিলাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ মাহতাব হোসেন প্রমুখ। এবারের বাজেটে অতিদরিদ্রদের স্বাস্থ্য, স্যানিটেশনের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি, যোগাযোগ, শিক্ষা এবং কৃষিখাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয়েছে।