শিরোনাম
গৌরনদীর মাহিলাড়ায় প্রবীন হিতৈষী ক্লাবের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
বিস্তারিত
২৫ শে আগস্ট রবিবার সকাল ১০ টায় মাহিলাড়া ইউনিয়নে বে-সরকারী সংস্থা কারিতাস বরিশাল অঞ্চলের সহোযোগীতায় প্রযত্ন প্রকল্পের আওতায় মাহিলাড়া ইউনিয়ন ফোরাম, প্রযত্ন প্রকল্পের সভাপতি ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কালিয়া দমন গুহ এর সভাপতিত্বে বিল্বগ্রাম হাট গ্রোথ সেন্টারে (পান টলঘর) প্রবিন হিতৈষী ক্লাবের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত যুগ্মসচিব ও সরকারি বি. এম কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এম মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক সৈকত গুহ পিকলু, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মিঃ ফ্রান্সিস বেপারী, কারিতাস প্রজেক্ট ইনচার্জ, (আইসিডিপি) মেইনথিন প্রমীলা, কারিতাস বরিশার অঞ্চলের কর্মকর্তা (ডিএমডি) মার্সেল রতন গুদা, অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন জুনিয়র কর্মসূচী কর্মকর্তা (ডিএমডি) মিঃ সুনিল চন্দ্র মল্লিক, অনুষ্ঠানে প্রধান অতিথি ঈদের তাৎপর্য এর উপর আলোচনা করেন। প্রবিন হিতৈষী ক্লাবের সদস্যদের মধ্য থেকে অনুভুতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন প্রাক্তন অধ্যক্ষ সামচুল আলম তালুকদার, আলহাজ্ব মোঃ শাহজাহান সরদার, মাহিলাড়া ক্লাবের সদস্যা রুষমা বারৈ, ভিমেরপার ক্লাবের সদস্য ধীরেন মন্ডল। ২০০ শত ক্লাব সদস্য সদস্যা ও আমন্ত্রিত অতিথিদের দুপুরে আপ্যায়িত করা হয় এবং অনূষ্ঠানের শেষ পর্যায়ে সকলের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।