শিরোনাম
বরিশাল জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান সৈকত গুহ পিকলু
বিস্তারিত
গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহি মাহিলাড়া ইউনিয়নের ডিজিটাল চেয়ারম্যান খ্যাত সৈকত গুহ পিকলু বরিশাল জেলার বর্ষসেরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৭ থেকে ৯ জুন বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে তিনদিন ব্যপি অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলা- ২০১৪’র সমাপনী অনুষ্ঠানে চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র হাতে জেলার বর্ষসেরা শ্রেষ্ঠ চেয়ারম্যানের ক্রেস্ট তুলে দেন বরিশাল জেলা প্রশাসক ও অনুষ্ঠানের সভাপতি মোঃ শহীদুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল- ২ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ বিল্লাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু ইউসুব মোঃ রেজাউল, মোঃ অহিদুজ্জামান, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হাসান পাটোয়ারীসহ অন্যান্য উপজেলার ইউএনওগণ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ ইকবাল, সহকারী প্রোগ্রামার নুরুল আমিন, মোঃ শওকত হোসেন, মোঃ মাইনুল ইসলামসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। মেলায় ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র, বরিশাল সদর, বাবুগঞ্জ, মেহেন্দিগঞ্জ, উজিরপুর উপজেলার ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রসহ ২৪ টি প্রতিষ্ঠান অংশগহণ করেন। অনুষ্ঠান শেষে তাদেরকেও ক্রেস্ট, সনদ প্রদান করেন অতিথিরা। মাহিলাড়া ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন উদ্যোক্তা আমিনুল ইসলাম রিপন।