জেলার দুইবারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু ফিলিপিন থেকে পাঁচদিনের সরকারী সফর শেষে রবিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসলে অফিস চলাকালীণ সময়ে তাকে সবংর্ধনা প্রদান করা হয়েছে। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদস্য, কর্মচারী, ডিগ্রি কলেজ ও এ এন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা তাকে সংবর্ধনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মাহিলাড়া ডিগ্রি কলেজের প্রভাষক গণেষ চন্দ্র, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন মোল্লা, মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী, ইউপি সচিব মাহতাব হোসেন, ইউপি সদস্য বিপ্লব বাবুল রায়, হাসান আল মামুন, মিজানুর রহমান, শাহাদাত হাওলাদার, চানমনি দেওয়ান, রহিমা বেগম, কহিনুর আলম প্রমুখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস