মো: হাসান: উপজেলার মাহিলাড়া ও বিল্বগ্রাম হাট-বাজারের ময়লা পরিস্কারের জন্য পরিচ্ছন্ন কর্মীদের মাঝে তিনটি ট্রলি বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র বাসভবনে মাহিলাড়া ও বিল্বগ্রাম হাটের পরিচ্ছন্ন কর্মীদের মাঝে নিজস্ব অর্থায়নের ট্রলি তিনটি বিতরণ করেন জেলার দু’বারের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যের মধ্যে ইউপি সদস্য ওয়াজেদ আলী বেপারী, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, জাফর মৃধা, চানমনি দেওয়ান, শহিদুল ইসলাম, সদস্যা আলেয়া বেগম, রহিমা বেগম, ইউপি সচিব মোঃ মাহাতাব হোসেন প্রমূখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস