বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ২৩ সেপ্টেম্বর রাতে পাঁচদিনের সরকারী সফরে ফিলিপিন সফর করবেন।
ফিলিপিনের স্থানীয় ও আঞ্চলিক পরিচালনা কেন্দ্র জাতীয় জনপ্রশাসন ও পরিচালনা বিভাগ ম্যালিনা বিশ^বিদ্যালয়ের আমন্ত্রনে ও হেলভেটাস-সুইজারল্যান্ডের আন্তঃসহযোগিতা ও সমর্থনের শরিক প্রকল্পের মাধ্যমে ২৩ সেপ্টেম্বর রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে ফিলিপিন গমন করবেন। সেখানে তিনি ফিলিপিনের স্থানীয় সরকার বিকেন্দ্রিকরন বাস্তবায়নের অভিজ্ঞতা, বিকেন্দ্রীকরন মোকাবেলায় এগিয়ে যাওয়া বিশেষ করে গ্রাম পর্যায়ে পরিচালনার অনুশীলনকারীগণ ও পরিকল্পনাকারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।
এছাড়াও গ্রাম ভিত্তিক প্রশাসন তথা গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থাপনার উন্নয়ন ও ফিলিপিনের স্থানীয় সরকারের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। ২৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।