ধান নদী খাল এই তিনে বরিশাল। কিন্তু ক্রমেই দখলবানিজ্যর কারনে ভরাট হয়ে যাচ্ছে খালগুলো। ফলে বোরো মৌসুমে কৃষি সেচ ব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়ে। তাই কৃষি সেচ ব্যবস্থাকে ঢেলে সাজাতে খাল খনন ও পুনঃখনন প্রকল্প গ্রহন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। তারই ধারাবাহিকতায় বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ন মাহিলাড়া-জয়শুরকাঠী ১ কিঃ মিঃ খাল খনন কাজ গত ৩ জুন শুরু হয়ে সম্পন্নের পথে। খালটি পূনঃখনন করতে গিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে খালের পার্শ্ববর্তী অনেক অবৈধ স্থাপণা। পরবর্তীতে খাল পরিস্কার রাখতে ও অবাধে নৌকা যাতায়তের জন্য জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর মাধ্যমে নেয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। এ প্রসঙ্গে চেয়ারম্যান পিকলু জানান, খালটি গত তিন বছর পূর্বে পূনঃখনন করা হয় কিন্তু বাজারের অসচেতন ব্যবসায়ী ও অন্যান্যে দখলদাররা সংকুচিত করে রেখেছিল। যার ফলে অত্র এলাকার কৃষকদের সেচ ব্যবস্থায় বিরুপ প্রভাব পড়ে। এছাড়াও মাহিলাড়া হাট-বাজারের নিরাপত্তার স্বার্থে খালটি পূনঃখনন জরুরী ছিল। সম্প্রতি বিএডিসি’র অর্থায়নে খালটিকে পূনঃখনন করে গভীরতা ফিরিয়ে দেয়া হয়েছে। সূত্রমতে গত কয়েক বছরের ব্যবধানে জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ঐকান্তিক প্রচেষ্টায় মাহিলাড়া এলাকায় বিএডিসির খাল খনন ও বারিড পাইপের ড্রেন নির্মাণ প্রকল্প সুবিধাভোগি কৃষকদের মাঝে বেশ প্রশংসা কুরিয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস