শিরোনাম
গৌরনদীতে নজরুল জন্ম জয়ন্তী পালিত
বিস্তারিত
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে বরিশালের গৌরনদীতে দিন ব্যাপী সাহিত্য আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উত্তর বরিশালের ১০টি সাহিত্য অনুরাগী সংগঠনের উদ্যোগে সাহিত্য আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজ মিলনায়তনে উদ্যাপন কমিটির আহবায়ক অধ্যক্ষ ফিরোজ ফোরকানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হাসান পাটোয়ারী, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উদ্যাপন কমিটির যুগ্ম আহবায়ক ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। আলোচক ছিলেন বিএম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নিলকান্ত বেপারী, চন্দ্রদীপ সাহিত্য সমাজের সম্পাদক কবি রেজাউল সিকদার, উল্লাস সাহিত্য পরিষদের সভাপতি সদানন্দ চক্রবর্তী, রানার থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আমিন মোল্লা, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন, বেতারের শিল্পী মোঃ ফিরোজ মিয়া, সুরেশ দাস প্রমুখ।