শিরোনাম
গৌরনদী উপজেলা কৃষি অধিদপ্তরের বার্ষিক শষ্য কর্তন উৎসব অনুষ্ঠিত।
বিস্তারিত
গতকাল রবিবার সকালে গৌরনদী উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে মাহিলাড়া বোরো ব্লকের হরিসেনা গ্রামে বার্ষিক শষ্য কর্তন উৎসব অনুষ্ঠিত হয়। আদর্শ কৃষক আয়নাল সরদারের জমির পাকা ধান কর্তনের মাধ্যমে বার্ষিক শষ্য কর্তনের শুভ সুচনা করেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক সৈকত গুহ পিকলু। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিধ সংরক্ষন অফিসার আ ম ফখরুল আলম, উপজেলা কৃষি অফিসার রতন কুমার মন্ডল, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা এমাদাদ হোসেন, আমিনুল ইসলাম রিপন, কৃষক জাকির হোসেন, জয়নাল সরদার প্রমূখ।