শিরোনাম
গৌরনদীতে হাইসাওয়ার কার্যক্রম পরিদর্শনে হাইসাওয়া কর্মকর্তা।
বিস্তারিত
গত মঙ্গলবার উপজেলার মাহিলাড়া ইউনিয়নে উন্নয়ন সংস্থা হাইসাওয়ার কার্যক্রম পরিদর্শন করেন হাইসাওয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ জুলহাস আলম, হিসাব রক্ষক কর্মকর্তা আমিনা খাতুন। সকাল ১০টায় তিনি মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসলে তাকে শুভেচ্ছা জানান মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ও হাইসাওয়ার ইউসিবিও নয়ন খানম, হাইসাওয়া এবিসি ফাউন্ডেশনের কমিউনিটি অর্গানাইজার ইয়াসমিন জাহান, সীমা আক্তারী, জাকিয়া আক্তার প্রমূখ। এরপর তিনি দিনভর মাহিলাড়া ইউনিয়নের হাইসাওয়ার স্কুল পরিদর্শন, সিডিএফ পরিদর্শন, অফিস কার্যক্রম পরিদর্শন করেন।