ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টূর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার সকাল ১০টায় পৃথক ভাবে মাহিলাড়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ী মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাপানিয়া-শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলনেতার মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলার দু’বারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবুল রায়, শাহাদাৎ হাওলাদার, শিক্ষক একে এম মিজানুর রহমান, মনোতোষ মজুমদার, আনোয়ার হোসেন, লক্ষী রানী দাস, নাসির উদ্দিন, সাবিনা ইয়াসমিন, বিশ্বজিৎ রায়, ছাত্রলীগ নেতা রাসেদুল ইসলাম প্রমূখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস