জেলার ৮৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে একমাত্র ইউনিয়ন পরিষদ হিসেবে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ জেলা উন্নয়ন মেলায় অংশগ্রহন করে চমক সৃষ্টি করেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, গত বছরের ন্যায় এবছরও জেলা প্রশাসনের আমন্ত্রনে উন্নয়ন মেলায় অংশগ্রহন করেছেন। তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদের কার্যক্রমের তথ্য চিত্র, উন্নয়নের তথ্য চিত্রসহ গ্রামীণ জনপদে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের দৃশ্যচিত্র মেলা মাঠের বিভিন্ন স্থানে প্রদর্শন করা হয়েছে। যাতে সহজেই দর্শনার্থীরা ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে ধারনা নিতে পারে। উল্লেখ্য ইউনিয়নটি গতবছরও মেলায় পুরস্কৃত হয়েছিলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস