প্রতিবন্ধীদের জন্য ইউপি বাজেটে বরাদ্দ রেখে বাজেট ঘোষনা বিষয়ক আলোচনা সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে ও ডিআরএফ ও একসেস বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলার দু’বারের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা সৈকত গুহ পিকলু। বিশেষ অতিথি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মামুন মোল্লা। বক্তব্য রাখেন ইউপি সদস্য মিজানুর রহমান সরদার, বিপ্লব বাবুল রায়, কহিনুর আলম, ইউপি সচিব মাহতাব হোসেন, মনিটরিং অফিসার জসিম উদ্দিন প্রমূখ। সভা পরিচালনা করেন আয়োজক সংস্থার এডমিন এন্ড সেক্রেটারী মিঠু মধু।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস