পারস্পরিক অভিজ্ঞতার আলোকে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা বিষয়ক মতবিনিময় সভা বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের আয়োজনে রবিবার বেলা সাড়ে তিনটায় বরিশাল জেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, সদস্যা ও ইউপি সচিবদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ ২৮ জন প্রতিনিধি সভায় অংশগ্রহন করেন। জেলার দুইবারের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নিয়ামতি ইউপি চেয়ারম্যান রুহুল আমীন, সুরুজ মিয়া, হেলভেটাসের জেলা সমন্বয়কারী কামরুজ্জামান, বিলকিস বেগম, ইউপি সচিব মাহাতাব হোসেন প্রমুখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস