মো: হাসান॥
অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় গৌরনদী’র মাহিলাড়া ইউনিয়নে গতকাল সকালে ২ টি প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে। আাশোকাঠী পেট্টল পাম্পের পশ্চিম পার্শ্ব হইতে মৌলবী বাড়ীর ব্রীজ পর্যন্ত এবং জংগলপট্টি গোমস্তা বাড়ীর সংম্মুখের পাকা সড়ক হইতে উজ্জল দে’র বাড়ী এবং জংগলপট্টি মাদ্রাসা হইয়া দঃ দিকে লতিফ ফকিরের বাড়ী পর্যন্ত প্রকল্প দু’টির উদ্বোধন করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির উপ সহকারী প্রকৌশলী মোঃ মঈনুল আজম, ইউপি সদস্য ওয়াজেদ আলী বেপারী, মোঃ সুলতান ফকির, ইউপি সচিব মাহাতাব হোসেন, সমাজ সেবক মোঃ লোকমান আকন, যুবলীগ নেতা অভিলাষ নন্দী, আমিনুল ইসলাম রিপন প্রমূখ। গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৪-১৫ অর্থবছরের ১ম পর্যায় অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় গৌরনদী উপজেলায় মোট ২১৩৬ কার্ডের বিপরীতে ১ কোটি ৭০ লক্ষ ৮৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, মাহিলাড়ার জন্য ২১৫ টি কার্ডের বিপরীতে ১৭ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ পায়। মাহিলাড়ার জন্য বরাদ্দকৃত টাকার বিপরীতে ৫ টি প্রকল্প গ্রহণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস