Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
বিস্তারিত

গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে এবং ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ০৫-০৮-২০১৩ সোমবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার ৪নং মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ২০১৩-২০১৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সর্বমোট ২ কোটি ৩৫ লক্ষ ৫৬ হাজার ৯৬১ টাকা বাজেট ঘোষনা করেন।

ঘোষিত বাজেটে সর্বমোট ব্যায় দেখানো হয়েছে ২ কোটি ২৭ লক্ষ ২৪ হাজার ৯৮৭ টাকা এবং উদ্বৃত দেখানো হয়েছে ৮ লক্ষ ৩১ হাজার ৯৭৪ টাকা।  

মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরী, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুনীল চন্দ্র দাস, প্রবীন শিক্ষক ইসাহাক আলী। শেষে ইউনিয়নের উন্নয়ন ও সমস্যা নিয়ে জনসাধারনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা সৈকত গুহ পিকলু।

                                                                                                                                                      

                                                                                                                                                         হাফিজ মাহমুদ

                                                                                                                                                          মাহিলার ইউপি

ছবি
ডাউনলোড