Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাহিলাড়ায় বই উৎসব নতুন বই হাতে পেয়ে ওরা বেজায় খুশি
বিস্তারিত


শীতকে উপেক্ষা করে বছরের প্রথমদিনে শুক্রবার বই উৎসবে মেতে ছিলো জেলার গৌরনদী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারাদেশের ন্যায় ওইদিন সকালে বিনামূল্যের পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠানের ধারাবাহিকতায় মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই উৎসবে যোগদান করেছিলো শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। বছরের প্রথমদিনে নতুন বই হাতে পেয়ে বেজায় খুশি হয়েছে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার সকাল দশটায় গৌরনদীর মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ উৎসবের আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন বছরের প্রথম দিনে কচিকাঁচা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধণ করেন জেলার দু’বারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈকত গুহ পিকলু। এসময় উপস্থিত ছিলেন মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী, সাবেক প্রধান শিক্ষক ইসাহাক আলী সরদার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জামাল খন্দকার, গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আমিনুল ইসলাম রিপন প্রমুখ।

ছবি
ছবি
ডাউনলোড